নেত্রকোণায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নেত্রকোণায় অনৈতিক কাজে বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক নারীকে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হন। ঘটনার পর দুই নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া ২টার দিকে নেত্রকোণা পৌর শহরের সাতপাই বড় রেলস্টেশন এলাকার রেল কলোনিতে এই ঘটনা ঘটে।
নিহত নারী হচ্ছেন কলোনীর বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী শাহিনুর বেগম (২৫)।
আহতরা হলেন নিহতের ভাই আবুল কালাম, প্রতিবেশী রোকসানা। বাকিদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আটকেরা হচ্ছেন একই এলাকার নূরজাহান, সফুরা, কাজল, মিঠুন, আব্দুল হান্নান, ইদ্রিস, মুসলেমউদ্দিন ও সাগর।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রেলকলোনি এলাকার এরশাদ, সোহেলসহ তার অনুসারী কয়েকজন এলাকায় অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে সোহেলকে রেলকলোনির এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় রোকসানা ও শাহীনূর দেখে ফেলেন। পরে তারা এই ঘটনার প্রতিবাদ করেন। এর জেরে সোহেল ও এরশাদের নেতৃত্বে বেশ কয়েকজন রাতে শাহীনুরের বাসায় হামলা চালান। এক পর্যায়ে শাহীনূরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। এসময় শাহীনুরের ভাইও প্রতিবেশীসহ ৫ জন আহত হন।
এলাকাবাসী শাহীনুরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/১৮মে/জেবি)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ধর্ষণের ঘটনায় ভিন্ন প্রতিবেদন, এসপি-সিভিল সার্জনকে তলব

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

সাভারে অসহায় শীতার্তদের ‘বিপ্লব মঞ্জু ফাউন্ডেশন’

বগুড়ায় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: তুফান সরকারের জামিন

কুলিয়ারচরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩

মাগুরা আইনজীবী সমিতিতে আ.লীগপন্থীদের জয়

রাণীনগরে ১৬ মাস পর হত্যা মামলা

কালকিনি পৌরসভা নির্বাচনে ছয়জনের মনোনয়ন জমা

পোল্ট্রি মুরগির খিচুড়ি খেয়ে ১৫ জন হাসপাতালে
