আ.লীগকে কথা শোনার ‘ব্যবস্থা করবেন’ আব্বাস

প্রকাশ | ১৮ মে ২০১৯, ১৪:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি না চাওয়ার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তার মুক্তি না দিলে আমাদের যা করার তাই করবো। এ সময় আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সেই ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্বাস এ কথা বলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে এভাবে সংবাদ সম্মেলন করে দাবি জানালে ক্ষমতাসীনরা কি আপনাদের কথা শুনবে?- এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগকে কীভাবে শোনাতে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের এক সময়। এতো চিন্তা করে লাভ নেই।’

বেগম জিয়ার চিকিৎসার জন্য প্যারোলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্যারোল চাইবো না। খালেদা জিয়া অসুস্থ। তার চিকিৎসা দরকার।’

আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার প্যারোল নিয়ে আমাদের  কোনো চিন্তা নেই। সরকার দাবি না মানলে, যা করলে দাবি মানবে তা করবো আমরা।’

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ।  আজকে সরকারের একটা অংশ ষড়যন্ত্র করছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়ার জন্য। খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

সরকার অশুভ উদ্দেশ্যেই কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাচ্ছে বলে অভিযোগ করেছেন জমির উদ্দিন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘ইনসুলিন নেওয়ার পরও খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তার ব্লাড সুগার ১৪-১৬ মাত্রায় রয়েছে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুখের ক্ষতের কারণে তার প্রচণ্ড ব্যথা হওয়ায় স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না। শুক্রবার তার পরিবারের সদস্যরা তাকে দেখা করেন এসেছেন। তারা জানিয়েছেন, তার দুই কাঁধের ব্যথা বেড়েছে।’

(ঢাকাটাইমস/১৮মে/বিইউ/জেবি)