যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে বৈশাখী পূর্ণিমা পালিত

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৯, ১৬:১৪

যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে রাঙামাটিতে পালিত হয়েছে বৈশাখী পূর্ণিমা। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৭টায় রাজবন বিহারের পক্ষ থেকে বের করা হয় খালি পায়ের শোভাযাত্রা।

এরপরে হয় বুদ্ধপূজা। সকাল ৯টায় পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দানসহ নানান দানকার্য সম্পাদন ও উৎসর্গ করা হয়। পরে হয় ধর্মালোচনা সভা। পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ইন্দ্রগুপ্ত মহাথের।

ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের।

ধর্মসভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বন বিহার পরিচালনা কমিরি সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাবেক যুগ্ম জজ দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

এ দিবসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করে প্রশাসন। শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

এ দিবসে বুদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ ও নির্বাণ লাভ করায় এ দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :