স্কুল ফেরত চেয়ে কোমলমতি শিক্ষার্থীদের আকুতি

নাটোর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০১৯, ২০:৫৮ | প্রকাশিত : ১৮ মে ২০১৯, ২০:২১

দখল হয়ে যাওয়া স্কুল ভবন ফেরত দেয়ার দাবি জানিয়েছে নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টায় প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে স্কুল ভবন ফেরত দেয়ার এ আকুতি জানায় তিন শতাধিক শিক্ষার্থী।

এ সময় তাদের হাতে ‘স্কুল মুক্ত চাই, শিক্ষার আলো চাই, লেখাপড়ার সুযোগ চাই’ এমন নানা ফেস্টুন শোভা পাচ্ছিল।

পরে স্কুল ভবন দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে ওই স্কুল ভবন দখল মুক্ত করতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে উঠান বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ছাতারদীঘি ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন প্রমুখ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে উপজেলার দুর্গম পল্লী দামকুড়ি গ্রামে দামকুড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এক খন্ড জায়গা দান করেন স্থানীয় হারান আলী প্রামাণিক। পরে ১৯৯৩ সালে ওই জায়গায় স্কুলের জন্য সরকারি ভাবে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু স্কুল ভবনের জায়গার দাতা হারান প্রামানিক মারা গেলে ১৯৯৭ সালে ওই স্কুল ভবন দখল করে নেন তার ছেলে প্রভাবশালী ওবাইদুল ইসলাম। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অভিভাবকরা পড়েন বিপাকে। এদিকে ওই স্কুল ভবন দখলের পাশাপাশি মৃত বাবার দানকৃত জায়গা ফেরত চেয়ে আদালতে মামলা করেন প্রভাবশালী ওবাইদুল ইসলাম ও বাচ্চু মিয়া।

ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী রোজিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে কোনো বিচার নেই। জোর যার মুল্লুক তার। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এভাবে কেউ দখল করে রাখতে পারে না।

দামকুড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুলতান আহমেদ বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করে স্কুলের ভবন দখল মুক্ত করে শিক্ষার্থীদের লেখাপড়া সুযোগ সৃষ্টির জন্য আকুল আবেদন করছি।

ঢাকাটাইমস/১৮মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :