আলফাডাঙ্গায় ইমামের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশ | ১৮ মে ২০১৯, ২১:০৫

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম শাহ্ আরজানিয়া মাদ্রাসাশিক্ষক ও জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম মোল্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় জাটিগ্রাম বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসাশিক্ষকও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।

বক্তারা মানববন্ধনে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- চান্দড়া মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল্লাহ্, মিঠাপুর মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, গোপালপুর বাজার জামে মসজিদের ইমাম আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার তামিম আহমেদ, জাটিগ্রাম ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল মিয়া, জাটিগ্রাম ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নান মোল্যা, স্থানীয় আওয়ামী লীগ নেতা সানোয়ার মিয়া ও যুবলীগ নেতা মনির মোল্যা প্রমুখ।

গত ১১ মে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআন শরিফ পাঠরত অবস্থায় মাদ্রাসা শিক্ষক ও ইমাম আসলাম মোল্যার ওপর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট গ্রামের সিকদার বাড়ির আরিফ, তাজিম, সাদিক, আলমসহ পাঁচ-ছয়জন মাদ্রাসায় এসে শিক্ষক আসলাম মোল্যাকে বেধড়ক মারধর করেন। শিক্ষককে বাঁচাতে এসে মারধরের শিকার হন শোভা বেগম নামে এক গর্ভবতী নারী। পরে শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তার হাত কেটে নেয়ার হুমকি দিয়ে চলে যান।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)