বগুড়া সদরে আ.লীগের মনোনয়ন কিনলেন যুক্তরাষ্ট্র সভাপতি সিদ্দিকুর

প্রকাশ | ১৮ মে ২০১৯, ২১:৩৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

বগুড়া-৬ আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন চেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ওইদিনই জমা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমানের সহধর্মীনি শাহনারা রহমান, পরিবারের সদস্যবৃন্দ এবং ঢাকায় অবস্থানরত বগুড়াবাসী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রলীগ নেতা।

এর আগে শুক্রবার সকালে দলীয় প্রধান শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন।

ড. সিদ্দিকুর রহমান বলেন, পিছিয়েপড়া বগুড়ার উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। বিএনপির শাসনামলে বগুড়ার মানুষ কেবল বঞ্চিত হয়েছেন। চাকরি ক্ষেত্রে সুযোগ পায়নি। বিদেশে যাওয়ার সুযোগ পায়নি। হাজার হাজার শিক্ষিত ছেলে-মেয়ে বেকারত্বের অভিশাপে আছে।

এদিকে আওয়ামী লীগ থেকে কাকে মনোনয়ন দেয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। রবিবার বিকালে মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে।

ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করায় গ্রেপ্তার হন। দিনভর নির্যাতনের পর ছাত্র আন্দোলনের মুখে ছাড়া পেলেও জিয়া সরকারের প্রশাসনিক চাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে প্রাণ বাঁচাতে বিদেশে চলে যান। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে প্রায় তিন যুগ চাকরি শেষে অবসর নেন।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)