সংহতি, সংযম সুপ্রসন্ন হোক আমাদের জীবনাচারে

প্রকাশ | ১৮ মে ২০১৯, ২২:০২

কাজি শাহজাহান

আমরা কি জীবন নির্বাহ করি? না যাপন কিংবা উদযাপন করি? নীরদ সি. চৌধুরী মনে করেন বাঙালির অধিকাংশ সময় কাটে অন্ন অন্বেষণে। জীবন উদযাপনের অবকাশ কোথায়! পুরুষের সময় যায় ঘুরে দাঁড়াবার পরিচর্যায়। রমণীর যায় পিতৃপুরুষের ঐতিহ্য বর্ণনায়। তাহলে বিপাকে আছে জীবন। লক্ষ্য অলক্ষ্যে ধাবমান? লক্ষ্য কি সময় ব্যয়? নাকি মানবিক সভ্যতায় ছাপ রাখা! সংহতি, সংযম সুপ্রসন্ন হোক আমাদের জীবনাচারে।

লেখক: উপ-সচিব, বাংলাদেশ সরকার