স্পেনে খালেদা জিয়া মুক্তি পরিষদের ইফতার মাহফিল

জাহিদুল আলম মাসুদ, স্পেন
 | প্রকাশিত : ১৮ মে ২০১৯, ২২:০৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি পরিষদ স্পেন শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎবার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

এসময় টেলিকনফারেন্সে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু বলেন, খালেদা জিয়ার মুক্তি মানেই দেশ মাটির মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। |তিনি এই আন্দোলনকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে আরো বক্তব্যে অল ইউরোপ সাবেক ছাত্রদল অর্গানাইজেশন-এর আহবায়ক আবু জাফর রাসেল বলেন, খালেদা জিয়ার মুক্তিই হবে আগামী দিন বাংলাদেশের জনগণের মুক্তি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু সভাপতিত্বে এনং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জাকি’র সঞ্চালনায় বক্তব্য দেন- যুগ্ম আহবায়ক ফখরুল হাসান, এমদাদ হাওলাদার, ব্যবসায়ী সমিতি স্পেনের সভাপতি আবুল হোসেন, কমিউনিটি নেতা আবু সায়েম, আব্দুল মুত্তাকিন মুজাক্কির, আব্দুল মুত্তালিব বাবুল, জেন্স শিপার, জাকির চৌধুরী, মাঈনুদ্দীন, আল মামুন, আরাফাত হোসেন, আবু বক্কর, আমিনুল ইসলাম, আকতার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সভাপতিতর বক্তব্য মাহবুবুর রহমান ঝন্টু বলেন, বেগম খালেদা জিয়া হলো দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতীক। তাকে জেলে রেখে কোনো কর্মসূচিই সফল হবে না।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :