ধানের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো হোক

রেজাউল করিম
 | প্রকাশিত : ১৮ মে ২০১৯, ২২:২১

ধানের মূল্য প্রতি মন ৬০০ টাকা। দিনমূজুরের মূল্য ৭০০ থেকে এক হাজার টাকা। লোকসানে আছে কৃষক। সম্প্রতি বিষয়টি আলোচনায় এসেছে। স্কাউট, সেচ্ছাসেবী, এমনকি শিক্ষার্থীদেরকে কৃষকের পাশে দাঁড়ানোর সংবাদ প্রায়ই গণমাধ্যমে প্রচার হচ্ছে। সরকারও বিষয়টি নিয়ে ভাবছে।

ধানের দাম বাড়াতে পাকাধান ক্ষেতে আগুন, রাস্তায় ধান ছেটানোসহ মানববন্ধন করে অভিনব আন্দোলন করছে কৃষক।

ধানের দাম কম। ঠিক আছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও ঠিক। তাই বলে ধানের দাম বাড়ানোও ঠিক হবে না। কৃষিপ্রধান দেশ হলেও দেশের মফস্বলে লাখ লাখ দরিদ্র মানুষ আছে যাদের নিজস্ব জমি নেই। তাদের চাল কিনে খেতে হয়।

এজন্য বলছি কি, ধানের দাম বাড়ালে সমস্যার সমাধান হবে না। বরং কিনে খাওয়া বৃহৎ দরিদ্রগোষ্ঠী এর বিরোধিতা করতে পারেন।

সমস্যা সমাধানে চাই,উৎপাদন খরচ কমানো। জ্বালানি তেল,বিদ্যুৎ মূল্য,সার,বীজ সবশেষে শ্রমিকের বাজারটা আয়ত্বে থাকলে শুধু ধান নয় সকল কৃষি শস্যের উৎপাদন খরচ কমে যাবে।

উৎপাদন খরচ কমলে মূল্য কমেও কৃষক লাভবান হবে। খুশি থাকবে কৃষক। অন্যদিকে কিনে খাওয়া দারিদ্র্য জনগোষ্ঠীও অভাববোধ করবে না।

দেশের সব কৃষকদের প্রতি শুভ কামনা।

লেখক: সংবাদকর্মী ও পরিচালক, ইমপ্রুভ শিক্ষা পরিবার।

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :