গেমিং সেবা আনতে একজোট মাইক্রোসফট-সনি

প্রকাশ | ১৯ মে ২০১৯, ১২:০৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

অ্যামাজন এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে ক্লাউড ভিত্তিক গেমিং সার্ভিস আনতে একজোট হলো মাইক্রোসফট এবং সনি। প্লেস্টেশন স্ট্রিমিং পরিষেবার জন্য অ্যাজিউর ক্লাউড পরিষেবা ব্যবহার করবে মাইক্রোসফট এবং সনি। পাশাপাশি অ্যাজিউর-এর নানা সম্ভাবনাময় দিক খুঁজে বের করতে একসঙ্গে কাজ করবে এই দুই সংস্থা।

শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে একসময়ের প্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিষ্ঠান। 

এছাড়া ভবিষ্যতে ক্লাউড গেমিংয়ের ক্ষেত্রে এই দুই সংস্থা জোটবন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাস্তবে তেমন ঘটনা ঘটলে তা অ্যামাজনের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। 

ক্রাউড ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম হিসেবে ক্রমশ নিজের স্থান করে নিচ্ছে গুগল। চলতি বছরের শুরুতেই স্টাডিয়া গেম স্ট্রিমিং সার্ভিস শুরু করেছে তারা। এটি সাধারণের কাছে পৌঁছে দিতে ইউটিউবকে ব্যবহার করার চূড়ান্ত করে ফেলেছে প্রতিষ্ঠানটি।  ফলে স্টাডিয়া একই সঙ্গে মাইক্রোসফট এবং সনির পক্ষে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

(ঢাকাটাইমস/১৯মে/এজেড)