দুই ডিসপ্লের অ্যাকশন ক্যামেরা

প্রকাশ | ১৯ মে ২০১৯, ১২:১৪

তথ্য প্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সামনে ও পিছনে ডিসপ্লেসহ বাজারে এলো ডিজেআই’র নতুন অ্যাকশন ক্যামেরা অসমো। ক্যামেরাটির দাম ৩৪৯ মার্কিন ডলার। এটি দিয়ে ইউটিউবাররা সহজেই ভিডিও তৈরি করতে পারবেন। 

অ্যাকশান ক্যামেরাটির অন্যতম প্রধান আকর্ষণ ডুয়েল ডিসপ্লে। ক্যামেরার পিছনে ও সামনে একটি করে ডিসপ্লে রয়েছে। এর ফলে ভিডিও তৈরি করতে সুবিধা হবে এই ক্যামেরায়।

এর সামনের ডিসপ্লে ১.৪ ইঞ্চির। পেছনের ডিসপ্লে ২.২৫ ইঞ্চির। পেছনের ডিসপ্লেতে টাচস্ক্রিন সাপোর্ট রয়েছে।

গো প্রোর অ্যাকশন ক্যামেরায় পিছনে টাচস্ক্রিন ডিসপ্লে থাকলেও সামনের ডিসপ্লেতে ক্যামেরা সেটিংস ছাড়া অন্য কেনো ফিচার থাকে না।  কিন্তু ডিজেআই অসমো অ্যাকশান ক্যামেরার সামনে রয়েছে একটি কালার ডিসপ্লে। এই ডিসপ্লে ব্যবহার করে সহজেই ভ্লগিং করা যাবে।

ডিভাইসটিতে রয়েছে ১/২.৩ ইঞ্চির ১২ মেগাপিক্সেলের সিমস সেন্সর। সঙ্গে আছে এফ/২.৮ অ্যাপারচার এবং ১৪৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। 

১০০ এমবিপিএস স্পিডে এই ক্যামেরা ফোরকে ৬০এফপিএস ভিডিও তুলতে পারে। অন্যদিকে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ২৪০ এফপিএস গতিতে ফ্রেম ক্যাপচার করতে সক্ষম। 

ক্যামেরাটিতে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। অন্যান্য অ্যাকশন ক্যামেরার মতোই ডিজেআই অসমোতে রয়েছে ওয়াটার প্রুফ ডিজাইন। কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ওয়াইফাই। ব্যাকআপের জন্য এতে ১৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 

স্মার্টফোন থেকে খুব সহজেই ক্যামেরাটি নিয়ন্ত্রণ করা যাবে।

(ঢাকাটাইমস/১৯মে/এজেড)