এই প্রথম ল্যাপটপ আনছে রেডমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১২:৫৯

এবার ল্যাপটপ নিয়ে আসছে রেডমি। শিগগিরই বাজারে আসছে কোম্পানির প্রথম ল্যাপটপ রেডমিবুক ১৪। মেটাল বিল্ডের এই ল্যাপটপের ওজন ১.৩ কিলোগ্রাম।

ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

রেডমি কে ২০ মডেলে আরেকটি ল্যাপটপ বাজারে ছাড়বে রেডমি। তবে ফ্লাগশিপ ডিভাইসটি হবে রেডমি বুক ১৪। শুরুতে চীনের বাজারে ল্যাপটপটি বিক্রি শুরু হবে।

বাজারে আসার আগেই অনলাইনে রেডমি ল্যাপটপের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তুলনামুলক সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে এই ল্যাপটপ।

সম্প্রতি মাইস্মার্টপ্রাইজ ওয়েবসাইটে রেডমিবুক ১৪ এর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই ল্যাপটপে থাকবে একটি ১৪ ইঞ্চির ডিসপ্লে। ইনটেল কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন মোবাইল প্রসেসরে পাওয়া যাবে ল্যাপটপ। সঙ্গে থাকছে জিফোর্স এমএক্স২৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

ল্যাপটপ ৪ ও ৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে। এগুলোতে ১২৮ জিবি ও ২৫৬ স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটিতে ফুল সাইজ ব্যাকলিট কি-বোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আর আর এসডি কার্ড স্লট রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা