শেষ ম্যাচে রোবেন-রিবেরির গোল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১৪:৫৮

লিগ খেতাব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার আলিয়াঞ্জ এরিনায় এক দশকেরও উপরে প্রিয় ক্লাবের জার্সি পরে খেলতে নেমেছিলেন অরিয়েন রোবেন এবং ফ্রাঙ্ক রিবেরি। পরিবর্ত হিসেবে দুজনে নামলেন দ্বিতীয়ার্ধে। রিবেরি গোল করলেন ৭২ মিনিটে। তার আট মিনিটের মধ্যে গোল পেলেন ডাচ তারকাও।

ম্যাচ শেষে রোবেন বলেন, ‘যেকোনো বিদায়ই দুঃখজনক। তবে বাস্তবকে মেনে নিতেই হবে। ২০০৭ সালে আমি এই ক্লাবে এসেছিলাম। তার পরে মন প্রাণ দিয়ে এই ক্লাবকে সাফল্য তুলে দিতে নিজেকে উজাড় করে দিয়েছি। সমস্ত দিক বিবেচনা করেই এবার বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক সুন্দর স্মৃতি নিয়েই এই অধ্যায় শেষ করছি।’

সতীর্থ রিবেরি এই ক্লাবে পা রেখেছিলেন ২০০৯ সালে। ৩৬ বছরের ফরাসি তারকা বলেছেন, ‘যেন মনে হচ্ছে এই তো সেদিন এই ক্লাবের হয়ে খেলতে এলাম। কীভাবে যে এতোগুলো বছর কেটে গেল, তা ভাবতে গিয়ে নিজেই অবাকই হয়ে যাচ্ছি। আশা করি, বায়ার্ন ভবিষ্যতেও এভাবেই সাফল্য ছিনিয়ে নেবে। কারও প্রতি অনুযোগ নেই আমার।’

পরিসংখ্যান বলছে, রোবেন-রিবেরি জুটি বাইশটি বুন্দেসলিগা মৌসুমে মোট ১৮৫ গোল করেছে। দু’জনে মিলে ক্লাবকে তুলে দিয়েছেন ১৫টি ট্রফি। উল্লসিত বায়ার্ন ম্যানেজার নিকো কোভাচ বলেছেন, ‘ওদের দু’জন সম্পর্কে আমার নতুনভাবে কিছু বলা শোভা পায় না। শুধু এটুকু বলতে পারি, মাঠে রোবেন এবং রিবেরি থাকলে যেকোনও শক্তিশালী প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে বায়ার্ন। এই ক্লাবের প্রতি ওদের অবদান কোনোদিন ভোলা যাবে না। ফুটবলারদের কাছে আমার আবেদন, এর পরে জার্মান কাপ জিতে ওদের সেরা সম্মান জানাতেই হবে।’

(ঢাকাটাইমস/১৯ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :