‘অবৈধ সরকার কৃষকদের জন্য কিছুই করছে না’

প্রকাশ | ১৯ মে ২০১৯, ১৫:২৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

গত এক শতাব্দীতে কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি এমন দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন,‘অবৈধ এই সরকার কৃষকদের জন্য কিছুই করছে না। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে তাদের কোনো দায়বোধ নেই।’

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধানসহ সবধরনের ফসলের ন্যায্যমূল্যের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ ছাত্র-যুবক-নারী কেউ নিরাপদ নয়, কারোর পক্ষেই স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। গত এক শতাব্দীতে লক্ষ্য করবেন,কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। কী ভয়ঙ্কর, কৃষক তার ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষেতে আগুন দিচ্ছে, আর সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান কৃষিমন্ত্রীর বাড়ি টাঙ্গাইলে। আর সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে। কৃষিমন্ত্রী কিছুই করেননি, প্রধানমন্ত্রী কিছুই করেননি। কারণ হলো, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার অবৈধ সরকার বলেই জনগণের কাছে, কৃষকদের কাছে কোনো কৈফিয়ত তারা দিতে চায় না।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের সরকারকে বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশের জন্ম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ জিয়াউর রহমান। লাখ লাখ শহীদ হয়েছেন, মা-বোন ইজ্জত দিয়েছেন এই স্বাধীনতার জন্য। গণতন্ত্রের প্রশ্নে এই দেশে লুটপাট দুর্নীতি একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র টিকবে না, এটাই বুঝিয়ে দিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে।’

আয়োজক সংগঠনের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯মে/বিইউ/জেবি)