শাহজালালে পাঁচ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১৬:৫২

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপ।

রবিবার ভোরে গালফ এয়ারের একটি বিমানে ওঠার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে একজন মানবপাচারকারী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

আটকরা হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস মানবপাচারকারী চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। তারা গলফ এয়ারলাইন্সের একটি বিমানে ওঠার সময় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আসিফ পাঁচজনকে আটকদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যে পাড়ি জমাতে চেয়েছিল। তবে সন্দেহ হওয়ায় তল্লাশি কর তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :