টিকিটের দাম বেশি নেয়ায় পাঁচ পরিবহনকে জরিমানা

প্রকাশ | ১৯ মে ২০১৯, ২০:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদ উপলক্ষে বাসের টিকিটের দাম বেশি নেয়ায় পাঁচটি পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রবিবার রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকাটাইমসকে বলেন, ঈদ উপলক্ষে পরিবহন সেক্টরে দৌরাত্ম দেখা যায়। পরিবহন সেক্টর একটা সেবা খাত, সেখানে টিকিটের মূল্য তালিকা কাউন্টারের সামনে রাখার কথা। এছাড়া বিআরটিএ থেকে নির্ধারিত মূল্যে ভাড়া নেয়ার কথা। এসব না মানায় ভাড়া কে ট্রাভেলস, স্টার লাইন স্পেশাল লি., ড্রিমলাইন পরিবহন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড ও আল বারাকা পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সতর্কতা হিসাবে এবার তাদের অল্প জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন অভিযোগ পেলে বেশি জরিমানা গুণতে হবে তাদের।’

‘এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হাজী হোটেলকে ২০ হাজার টাকাসহ ৮ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

ঢাকাটাইমস/১৯মে/এসএস/এমআর