ব্লক মার্কেটে সাড়ে ৪৭ কোটি টাকা লেনদেন

প্রকাশ | ১৯ মে ২০১৯, ২১:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউসিবি। কোম্পানিটির মোট ৩০ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কোম্পানির ৮ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়।

এক্সিম ব্যাংক লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ হলো- অগ্রণী ইন্স্যুরেন্স ৫ লাখ ১ হাজার, ড্যাফোডিল কম্পিউটার ১২ লাখ ১১ হাজার, ডরিন পাওয়ার ৮৩ লাখ ৬০ হাজার, এস্কয়ার নিট ৫০ লাখ ৯০ হাজার, এফএএস ফিন্যান্স ১৯ লাখ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ১৫ লাখ ৪৮ হাজার টাকা।