রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশ | ২০ মে ২০১৯, ০৯:০৮ | আপডেট: ২০ মে ২০১৯, ১০:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি করছ র‌্যাব। শ্রীমঙ্গল থেকে চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের সময় সোমবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। নিহতরা হলেন মনির ও গিয়াসউদ্দিন।  

র‌্যাব জানায়, ৮-৯ টন চা পাতাসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে যাওয়ার সময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা যান।

শ্রীমঙ্গল পুলিশের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। নিহত চালক গিয়াসউদ্দিন ছিনতাই করা কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।

(ঢাকাটাইমস/২০মে/এসএস/জেবি)