চলে গেলেন হলিউডের হাসির রাজা

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ১০:২০

না ফেরার দেশে চলে গেলেন হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা সামি সোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবিবার দুপুরে সকল অনুরাগীদের মুখের হাসি থমকে দিয়ে অনন্তের পথে পাড়ি দেন ইংরেজি ছবির এই হাসির রাজা।

অভিনেতার মৃত্যুর খবরে তার কমেডি স্টোর থেকে পোস্ট করা ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘এডওয়ার্ড সুলিভান’ ছিল সামি সোরের সবচেয়ে পছন্দের শো। বহু কমেডি শোয়ের প্রযোজনা করেছেন তিনি। ‘ব্রাদার সাম’, ‘কাম হিল উইথ মি’ ‘সেভেন্টি স্কস’ তাদের মধ্যে উল্লেখযোগ্য। তিনটি বইও লিখেছেন। কিন্তু ‘লাস্ট কমিক সিটিং ‘ নামে লেখা বইটি শেষ করে যেতে পারলেন না।’

রবিবার তার এই কমেডি স্টোরের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে আরও লেখা হয়, ‘ভাষায় বর্ণনা করার মত শব্দ নেই, কতটা তার হাসির উপহার, বন্ধুত্ব এবং সহচর্য হারালাম। তিনি জীবনে আশার আলো দেখাতেন এবং জীবনে হাসি ফিরিয়ে দিতেন, যা অম্লান। তার জন্য একটাই শব্দ রয়েছে ‘সাম দা’।

সামি সোরের ছেলে পলি সোরও একজন কৌতুক শিল্পী। বাবার মৃত্যুতে টুইটারে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাবা তুমি একটা অসাধারণ জীবন যাপন করেছো। বলতে গর্ব হয় তুমি আমার বাবা। যখন তুমি পরলোকে থাকবে তখন আমি রাতের পর রাত মঞ্চে তোমার ধারা বহন করে নিয়ে যাব। তোমাকে ভালোবাসি বাবা। শান্তিতে থেকো।’

মার্কিন এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রুডি দে লুকার সঙ্গে পার্টনারশিপে একটি কমেডি স্টোর প্রতিষ্ঠা করেছিলেন সামি সোর। ৭০ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি পেয়েছেন অগণিত ভক্ত। প্রচুর কমেডি শো করেছেন। সেই সঙ্গে কৌতুক অভিনেতা হিসেবে বহু হলিউডি ছবিতেও অভিনয় করেছেন। টেলিভিশনেও বিভিন্ন কমেডি শোয়ে তিনি অংশ নিয়েছেন।

ঢাকাটাইমস/২০ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :