সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চোরাকারবারি নিহত

কুমিল্লা প্রতিবেদক
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ১২:৩০

কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে। রবিবার রাতে জেলার সদর উপজেলার গোলাবাড়িতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

নিহত মাদক চোরাকারবারি সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫)।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র ল্যান্স নায়েক মো. মহসীন মিয়া জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কুমিল্লার সদর উপজেলার শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পাশের বাগান এলাকায় মাদক চোরাকারবারীদের ধরার উদ্দেশ্যে অবস্থান নেয়। রাত ১টায় মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে উদ্দেশ্য করে গুলি চালাতে থাকে। এ সময় বিজিবি পাল্টা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামে একজনকে পাওয়া যায়। তার কোমরে লুঙ্গির সঙ্গে মোড়ানো পলিথিনের ব্যাগ থেকে ২০২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে আশঙ্কজনক অবস্থায় আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২০মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :