বিত্তশালীদের অপহরণ করে মুক্তিপণ চাইত তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০১৯, ১৩:৩৫ | প্রকাশিত : ২০ মে ২০১৯, ১৩:৩১

ব্যবসায়ী তানজির ইসলাম। থাকেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে। রবিবার সকালে বাসা থেকে বের হলে হঠাৎই দুটি মাইক্রোবাস তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর তানজিরের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার পর বিষয়টি র‌্যাবকে জানায় অপহৃতের পরিবার। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব ছয় ঘণ্টা পর উত্তরার একটি গাড়ি পার্কিং থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- তুহিন মাতাব্বর, ফোরকান হোসেন মাতাব্বর, আব্দুল মজিদ, আলম খান ও দ্বীন ইসলাম বাবু। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) এএসপি মো. সালাউদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। রাজধানীর অভিজাত এলাকার সচ্ছল ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ বা চাঁদা আদায় করত। টার্গেট করা ভিকটিমের গতিবিধি আগে থেকে অনুসরণ করে মাইক্রোবাসে তোলা হতো। পরে নির্জন জায়গায় নিয়ে মুক্তিপণ আদায় করত।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘রবিবার তানজির ইসলাম নামের এক ব্যবসায়ী বাসার নিচে দাঁড়িয়ে থাকার সময় দুটি মাইক্রোবাস তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তার স্ত্রী বিষয়টি র‌্যাবকে জানায়। র‌্যাব উত্তরা পূর্ব থানার ছয় নম্বর সেক্টরের একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা বিশ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। না হলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। অপহণের আগে তার কয়েক দিন ব্যবসায়ী তানজিরকে অনুসরণ করছিল চক্রটি।’

(ঢাকাটাইমস/২০মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :