ব্রাজিলের বারে বন্দুক হামলা, নিহত ১১

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৪:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ব্রাজিলের একটি বারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। রবিবার রাতে দেশটির পারা প্রদেশের রাজধানী বেলেমের পার্শ্ববর্তী গুয়ামায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন নারী এবং ৫ জন পুরুষ। খবরের ওয়েবসাইট জি ওয়ান জানিয়েছে, একটি মোটরবাইক ও তিনটি গাড়িতে চেপে ওই বারে পৌঁছয় ৭ জন বন্দুকধারী।

মার্চের শেষের দিকে ফেডারাল সরকার বেলেমে ৯০ দিনের জন্য নিরাপত্তা জোরদার করতে ন্যাশনাল গার্ড বাহিনী পাঠিয়েছিল। ২০১৭ সালে ব্রাজিলে রেকর্ড পরিমাণ নর হত্যার ঘটনা ঘটে। ওই বছরে প্রায় হারায় ৬৪ হাজার মানুষ। এর মধ্যে ৭০ শতাংশ মৃত্যু হয়েছে আগ্নেয়াস্ত্রে। সেখানে বেশিরভাগই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। জানুয়ারিতে ফোর্টালেজায় হামলা চালিয়ে শহরকে স্তব্ধ করে দিয়েছিল একটি দল।

ঢাকা টাইমস/২০মে/একে