মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন: ট্রাম্পের সতর্কতা

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৪:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আমেরিকার সঙ্গে এখনই বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি এবং আমার সকল চীনা বন্ধুদের অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন না করেন তাহলে চীন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর ফলে মার্কিন কোম্পানিগুলি চীন ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হবে।

ট্রাম্প আরও বলেন, চীনা পণ্যের চড়া মূল্য দিতে হয়। একটি মান সম্পন্ন চুক্তি করার সুযোগ আপনাদের সামনে ছিল। কিন্তু আফসোস সেখান থেকে আপনারা সরে গিয়েছেন!

গত শুক্রবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে দুই হাজার কোটি ডলারের বাড়তি শূল্কারোপ করে। এরপর ওয়াশিংটন এবং আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রায় রূপ নিয়েছে। এসব পণ্যের ওপর শতকরা ১০ ভাগের জায়গায় ২৫ ভাগ শুল্ক বসানো হয়। অন্যদিকে আমেরিকার এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ চীন। তারাও পাল্ট জবাব হিসেবে একই নীতি অবলম্বন করেছে।

ঢাকা টাইমস/২০মে/একে