পঞ্চগড় রুটের ট্রেন জয়পুরহাটে বিরতির দাবি

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৫:২৭

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা-পঞ্চগড় রুটের ট্রেনটি জয়পুরহাটে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।

সোমবার জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রিজের সভাপতি আব্দুল হাকিম, ক্রীড়া সংগঠক ইমতিয়াজ আহম্মেদ দুলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক বাবলু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রমূখ।

বক্তারা বলেন- ধান, আলু, শাক-সবজি, মাছ, পোল্ট্রি মাংসসহ খাদ্য উদ্বৃত্ত ও কৃষি অর্থনীতি নির্ভর জয়পুরহাটের সাথে সারাদেশের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত নিবিড়। এসব কারণে ঝুঁকিমুক্ত ভ্রমণের জন্য অধিকাংশ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন বলে প্রয়োজনের তুলনায় ট্রেনের টিকিট সংকট লেগেই থাকে। এজন্য সম্প্রতি ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রাবিরতির দাবি জানান বক্তারা। এ দাবি আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান তারা।

(ঢাকাটাইমস/২০মে/জেবি)