দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৫:৪২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ওসি এমএ মঈনুল ইসলামের অপসারসেনর দাবিতে সংবাদ সংম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে দেওয়ানগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মেয়র শাহানশাহ তার লিখিত বক্তব্যে জানান, ‘দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঈনুল ইসলাম কোনো তদন্ত ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছেন।’

তিনি এই ‘মিথ্যা’ মামলার তীব্র নিন্দা জানান ও ওসি এমএ মঈনুল ইসলামের অপসারণের দাবি জানান।

এছাড়াও সংবাদ সম্মেলনে পৌর নাগরিক আজিুজল হক, আল্পনা বেগম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনের পর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়।

প্রসঙ্গত, গত ১৮ মে দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর এলাকার বাছেদ মিয়ার স্ত্রী রেবেকা বেগম দেওয়ারগঞ্জ মডেল থানায় মেয়র শাহানশাহসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় উল্লেখ্য করা হয়, মেয়র ও তার লোকজন বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার উদ্দেশে মারধর ও ছিনতাই করে।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)