রাজশাহীতে বোরো ধান সংগ্রহ শুরু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ১৬:৫৫

রাজশাহীতে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার জেলার নয়টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল থেকে ধান সংগ্রহ শুরুর দিনক্ষণ নির্দিষ্ট থাকলেও তালিকা জটিলতার কারণে তা বিলম্বে শুরু হলো বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর নয়টি উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২০১২ মেট্রিক টন। সকালে পুঠিয়ায় ধান সংগ্রহের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমান।

এছাড়া অন্য উপজেলাগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। ২৬ টাকা কেজি দরে তালিকার ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরকারি গুদামগুলোতে ধান কেনা হচ্ছে। রাজশাহীর জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া জানান, উপজেলার কৃষকদের তালিকা তৈরিতে জটিলতার কারণে কিছুটা বিলম্বে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

ঢাকাটাইমস/২০মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :