এদেশে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী

প্রকাশ | ২০ মে ২০১৯, ২০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস


ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষ সম্মান ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।
বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে সোমবার গণভবনে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশে বসবাসকারী সবাই সম্মানের সাথে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই আমার সরকারের চাওয়া। তাছাড়া ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে এটাও মেনে নেওয়া হবে না। কোনটা সঠিক, কোনটা সঠিক নয় সে সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা নেবেন। সেই সিদ্ধান্তের দায়িত্ব কিন্তু কোনো মানুষকে সৃষ্টিকর্তা দেননি।’

সাম্প্রদায়িক সম্প্রীতিতে সারা বিশ্বে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহনশীলতা ও এই ভ্রাতৃত্ববোধ সবার মাঝে থাকুক। কোন সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে।
ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধর্মই শান্তির কথা বলে। এটাই বিশ্বাস করি যে, ধর্ম যার যার, উৎসব সবার এবং এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়। যে ধর্মের উৎসবই হোক, সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে।’

এ সময় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের নিন্দা করেন প্রধানমন্ত্রী। বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ এগুলো এখন সারা বিশ্বে সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আসলে জঙ্গি জঙ্গিই, তাদের কোনো ধর্ম নাই, দেশ নাই, সমাজ নাই। তারা জঙ্গিই এটাই হলো বাস্তবতা।

(ঢাকাটাইমস/২০মে/এনআই/ইএস)