লেবাননে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার ইফতার মাহফিল

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ২২:৪৫

লেবাননের রাজধানী বৈরুতে আয়েশা বক্কর জামেয়া আল ফারুকীয়া মসজিদ হল রুমে রবিবার দাওয়াতুল ইসলাম মাদ্রাসা বৈরুতের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াতুল ইসলাম মাদ্রাসার পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জবরুল ইসলামের সন্ঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- দারুস সালাম ইউনুসিয়া মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা মো. ইসহাক।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল আগৈলঝরা মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা উবায়দুল্লাহ, ঢাকা রশিদবাগ মোহাম্মদীয়া মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম, লেবানন দাওয়াতুল ইসলাম মাদ্রাসা প্রধান উপদেষ্টা মাওলানা ইউসুফ।

পবিত্র রমজান মাসের ফজিলতের উপর আলোচনায় প্রধান অতিথি বলেন, আজ মুসলমান কোরআন সুন্নাহ আদর্শ ছেড়ে দিয়ে বিজাতীয় আর্দশ গ্রহণ করায় আমরা আজ বিপদগ্রস্ত। সকলেরই উচিৎ রাসুল পাক (সা.)-এর জীবনার্দশ বাস্তবায়নের মাধ্যমে নিজেকে খাঁটি মুসলমান গড়ে তোলা।

এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক হাফেজ মো. ইব্রাহীম, সহ সভাপতি রনি আমিন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা, কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন, ইসলামি সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা আবদুল মতিন, দাওয়াতুল ইসলাম মাদ্রাসার উপদেষ্টা মো. মানিক মোল্লা, প্রবাসী ভাইবোন সংগঠনের সভাপতি আতাউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার, লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল করিম, লেবানন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আশফাক তালুকদার, মো. শাহীন মামুন, মো. ফারুক হোসেন, মো. জাকির হোসেন, শেখ সাইফুদ্দীন আনোয়ার, মো. মজিবুল হক মজিব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

এসময় পবিত্র কুরআন তেলাওয়াত করে শুনান হাফেজ সিরাজুল ইসলাম ও মো. পারভেজ। হামদ ও নাত পরিবেশন করেন, মাওলানা জাহাঙ্গীর আলম ও হাফেজ মো. মকবুল হোসেন।

পরিশেষে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম সকল প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :