ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০১৯, ২২:৫৮

ইসলামের বিধি নিষেধ ও অনুশাসনগুলোকে যেন আগামী প্রজন্ম সঠিকভাবে ধারণ করতে পারে এবং সেই সঙ্গে বিদেশিদের কাছে ও ইসলাম ধর্মের সার্বজনীন ও ভ্রাতৃত্ববোধকে তুলে ধরার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবার ও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সমিতি।

রাজধানী রোমের বাঙালি জনবহুল এলাকা তরপিনাত্তাস্থ স্থানীয় একটি মাঠে এই ইফতার মাহফিল হয়।

এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

তিনি বলেন, এই পূণ্যময় মাসটিতে আমরা যেন বেশি বেশি ইবাদত ও তওবা করতে পারি যেন মহান আল্লাহ আমাদের গোনাহ ক্ষমা করে দেন।

তিনি আরো বলেন, পাশাপাশি আমরা যেন এই মাসটি থেকে শিক্ষা নিয়ে মানবীয় গুণসম্পন্ন মানুষ হতে পারি। যা থেকে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু ও সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ বলেন, জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করার লক্ষেই ধর্মীয় অনুশাসনগুলো মানতে হবে। ইসলাম একটি শান্তির ধর্ম তা আমাদের বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা।

শেষে সারাবিশ্বের সকল মুসলমানের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুর রোমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :