হুথিদের হামলায় সৌদি তেল স্থাপনায় বড় ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৯, ০৯:৩৪

ইয়েমেনের হুথি সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের প্রধান তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর বড় রকমের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে এ ক্ষতির চিত্র পরীক্ষা করে এমন খবর দিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা।

গত মঙ্গলবার ইয়েমেনের সেনারা সৌদি আরবের তেল স্থাপনার ওপর ড্রোন হামলা চালায়। হামলার পর সাময়িকভাবে আরামকো তেল স্থাপনার ৮ নম্বর স্টেশন থেকে পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রাখে সৌদি।

ওই হামলায় ৮ নম্বর স্টেশনে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন হামলার পর ওই স্টেশনের প্রধান তেল পাইপে চার মিটারের একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং এক হাজার বর্গমিটারের মধ্যে মারাত্মক ছিদ্র দেখা দিয়েছে।

হামলার পর হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের গভীরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সৌদি আরব নিশ্চিত করে যে, দাওয়াদমি ও আফিফ প্রদেশের দুটি তেল স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এর ফলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন ওই পাইপলাইন দিয়ে ৩০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হয়।

ঢাকা টাইমস/২১মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :