ভূমধ্যসাগরে নৌকাডুবি

দেশে ফিরেছেন প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

প্রকাশ | ২১ মে ২০১৯, ১০:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতের মধ্যে অনেক বাংলাদেশি আছে। তাদের মধ্যে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া অনেকের খোঁজ মিলছে না এখনোও।

নৌকাডুবির ওই ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি আজ দেশে ফেরেন।

ঢাকাটাইমস/২১মে/এমআর