চলে গেলেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৯, ১২:৪৭

চলে গেলেন বিশ্বের সেরার সেরা ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকি লওডা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। ফুসফুস সংক্রমণের কারণে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। আট মাস আগেই ফুসফুস প্রতিস্থাপিত হয়। নিকির পরিবার সূত্রে খবর, সোমবার গভীর রাতে নিজ বাসভবনেই মৃত্যু হয় এক সময়ের চ্যাম্পিয়নের।

অস্ট্রিয়ান নিকির পরিবারের তরফে এদিন সকালেই সংবাদমাধ্যমের কাছে বলা হয়, ‘খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আমাদের সকলের প্রিয় নিকি আর আমাদের মধ্যে নেই! একজন রোলমডেল এবং আমাদের সকলের বেঞ্চমার্ক। একজন যত্নবান স্বামী, বাবা, দাদু আর জনসাধারণের প্রিয় নিকিকে আমরা সবাই খুব মিস করব!’

১৯৭৫, ১৯৭৭ এবং ১৯৮৪ এই তিন বার ফর্মুলা ওয়ান টাইটেল জিতেছিলেন নিকি। ১৯৭৫ সালে ফেরারি এবং ৭৭ সালে ম্যাকলারেন এর জন্য চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ড্রাইভার। ১৯৮৬ সালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন নিকি। পুড়ে গিয়েছিল তাঁর শরীরের বেশ কিছু অংশ। ১৯৭৭ সালে ফিরে এসে ফের বাজিমাত করেছিলেন। জীবনে রেস লড়েছেন ১৭১টি। তার মধ্যে জিতেছেন ২৫টিতে।

(ঢাকাটাইমস/২১ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :