ধানের ন্যায্যমূল্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৯, ১৬:১৮

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ধানের ন্যায্যমূল্য ও পাটকল শ্রমিকদের বেকয়া বেতন প্রদানের দাবি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ জেলা প্রশাসক এজেডএম নূরুল হককে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক ও থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্যের চেয়ে খরচ বেশি হওয়ায় বিপাকে কৃষকরা। আর সরকারের বেঁধে দেয়া ১ হাজার ৪০ টাকা ধানের দাম হলেও এখন কৃষকরা ৪০০ থেকে ৫০০ টাকার বেশি ধানের দাম পাচ্ছে না। কৃষকদের বাঁচাতেই দ্রুত সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই মানববন্ধনে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিও জানান তারা।

ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :