পাকিস্তানিদের ভিসা বন্ধ করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ২১ মে ২০১৯, ১৮:০৭ | আপডেট: ২১ মে ২০১৯, ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা স্থগিত করেছে মর্মে গণমাধ্যমে যে খবর এসেছে তা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে তিনি ভিসা ইস্যুতে বিলম্ব হওয়ার কথা স্বীকার করেছেন এবং উদ্ভূত সমস্যা ইসলামাবাদ কর্তৃপক্ষের আরোপিত বলেও দাবি করেন।

মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে খবরটা এসেছে উল্টোভাবে। এই সংকট ইসলামাবাদের আরোপিত। সেখানে যে বাংলাদেশি কূটনীতিকদের পাঠানো হবে তাদের ভিসা প্রদানে তারা নিষ্ক্রিয়।’

মন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করিনি, কিন্তু কিছু কারণে তা বিলম্বিত হতে পারে, এটা বিশ্বব্যাপী সাধারণ ঘটনা।’

মোমেন বলেন, ‘ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে জনশক্তির স্বল্পতা রয়েছে, যা ভিসা প্রদান প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এর কারণ হলো পাকিস্তান কর্তৃপক্ষ ইসলামাবাদে নবনিযুক্ত বাংলাদেশ ভিসা কাউন্সিলরের ভিসা প্রদান বিলম্বিত করছে।’

মোমেন বলেন, ‘তাছাড়া ইসলামাবাদ ভিসা ইস্যুর কাজে সাময়িকভাবে নিয়োজিত অফিসারের ভিসা নবায়ন করছে না।’

মন্ত্রী বলেন, ‘এই সমস্যায় তারা (ইসলামাবাদ) ফেলেছে আমাদেরকে। সেখানে আমাদের জনশক্তির সমস্যা না মিটলে আমরা কীভাবে ভিসা ইস্যু করবো।’

মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ঝামেলায় যেতে চায় না ঢাকা। ‘আমরা তাদের সঙ্গে আগেও যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ রাখছি আমাদের কূটনীতিকদের ভিসা ইস্যু সমস্যার সমাধানে।’

ঢাকায় নিয়োগকৃত পাকিস্তানি দূতের পরিচয়পত্র গ্রহণের বিষয়ে কোন অগ্রগতি হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘কিছু কারণে ইতিপূর্বে বাংলাদেশ ইসলামাবাদের প্রস্তাব গ্রহণ করেনি।’

তিনি বলেন, ‘এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক বিষয় (কূটনৈতিক অঙ্গনে) তারা নতুন প্রস্তাব দিলে আমরা অবশ্যই তা বিবেচনা করবো।’

(ঢাকাটাইমস/২১জুন/জেবি)