পুলিশের দুটি গ্রেড-১ শূন্যপদে আসছেন কারা?

প্রকাশ | ২২ মে ২০১৯, ০৯:৪৬

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সর্বোচ্চ মর্যাদার দুই পদে কারা আসছেন? বাহিনীটির বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আছে জোর আলোচনা। দুটি গ্রেড-১ শূন্যপদের বিপরীতে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি গ্রেড-১ পদমর্যাদার দুই অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে যাওয়ায় পদ দুটি শূন্য হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন একাধিক সূত্রে জানা গেছে, ৮৫ ব্যাচের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা গ্রেড-১ পদের জন্য আলোচনায় আছেন। তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরী, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুস সালাম, পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম গ্রেড-১ পদের বিপরীতে বিবেচনায় আছেন।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামের নামও গ্রেড-১ এর বিপরীতে শোনা যাচ্ছে।
মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়।

১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান চৌধুরী। পরবর্তী সময়ে তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।  

অতিরিক্ত আইজিপি আবদুস সালাম ১৯৬১ সালের ৮ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা ২০১৭ সালের ১৮ অক্টোবর পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। ২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি শিল্পাঞ্চল পুলিশের প্রধান হন।

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ১৯৬১ সালের ১ এপ্রিল যশোর সদরে জন্মগ্রহণ করেন। তিনিও ১৯৮৮ সালে পুলিশে যোগ দেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম ১৯৬২ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পুলিশে যোগ দেন ১৯৮৯ সালে।

২০১৮ সালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃষ্টি করা হয়।

গ্রেড-১ মর্যাদা প্রাপ্তদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান গত ৫ মে এবং শেখ হিমায়েত হোসেন মিয়া ৩ মে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) গেছেন। পদ দুটি এখন শূন্য রয়েছে।