মেহেরপুরে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

প্রকাশ | ২২ মে ২০১৯, ১০:০৭

মেহেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

মেহেরপুরের গাংনীতে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ। নিজেদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, মাদক ও মোটরসাইকেল।

মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, করমদী মাঠপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বুলবুল দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই গোলাগুলি বন্ধ হয়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া পাওয়া যায় পিস্তল, গাঁজা ও একটি মোটরসাইকেল।

পরে স্থানীয়রা গিয়ে লাশটি গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামের বলে শনাক্ত করেন। নাজমুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এমআর