তলা ফেটে লঞ্চ বিকল, অল্পে রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০১৯, ১১:৫১ | প্রকাশিত : ২২ মে ২০১৯, ১১:৪৭

চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি গ্লোরী অব শ্রীনগর-২’র তলা ফেটে বিকল হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়ে লঞ্চটিতে থাকা আড়াই শর মতো যাত্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে মতলবের দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২৫০ জনের মতো যাত্রী নিয়ে লঞ্চটি সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে লালমোহনের উদ্দেশে ছেড়ে যায়। মতলব দশানি নামক স্থানে আসার পর বালুবাহী একটি ট্রলার লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটির তলা ফেটে যায়। তবে সারেংয়ের বুদ্ধিমত্তায় লঞ্চটি দ্রুত তীরে নিতে সম হয়। এতে প্রাণে বেঁচে যায় যাত্রীরা।

পরে মতলব, মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লঞ্চে থাকা যাত্রীদের অন্য লঞ্চে উঠিয়ে দেয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তলা ফেটে বিকল হলে লঞ্চটি পাড়ে ভেড়ানো হয়। পরে লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে পাড়ে নামানো হয়।

ঢাকাটাইমস/২২মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :