৭ ঘণ্টা নয়, মাত্র ৯০ মিনিটেই লন্ডন থেকে নিউইয়র্ক!

প্রকাশ | ২২ মে ২০১৯, ১২:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব তিন হাজার ৪৫৯ মাইল। বর্তমানে সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী বিমানে এক শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগে প্রায় সাত ঘন্টা। তবে হারমিস নামের একটি স্টার্টআপ সংস্থা দাবি করেছে যে তারা এমন একটি বিমান তৈরি করছে যাতে এই দুই শহরে যাতায়াতে সময় লাগবে মাত্র ৯০ মিনিট।

বর্তমানে বিমান এই পথ পাড়ি দিতে ঘন্টায় গড়ে ৫০০ মাইল গতিতে উড়ে যায়। তবে হারমিস তাদের বিমানের যে গতি দাবি করেছে তা হলো ঘন্টায় তিন হাজার মাইল। যা শব্দের গতির চেয়ে পাঁচগুণ বেশি।

হারমিসের দাবি, ঘণ্টায় তিন হাজার মাইল বেগে ছুটতে পারবে তাদের তৈরি বিমান, যা শব্দের গতির থেকে পাঁচ গুণ। এই হাইপারসনিক বিমান বানাতে লগ্নি করছে খোসলা ভেনচারস।

তবে নতুন এই বিমান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ওই সংস্থাটি। শুধু জানিয়েছে, বিখ্যাত সব গবেষকরা এই বিমান তৈরিতে দিনরাত কাজ করে চলেছেন।

ঢাকা টাইমস/২২মে/একে