শাহজাদ-নাইব নৈপুণ্যে সিরিজ ড্র করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৯, ১৩:১১

বিশ্বকাপের ঠিক আগে দু’ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করল আফগানিস্তান। সিরিজে ০-১ পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১২৬ রান জয় ছিনিয়ে নিয়েছে আফগানরা। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র করল আফগানরা।

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করে বিশ্বকাপের প্রস্তুতি মন্দ হলো না রশীদ খানদের। মঙ্গলবার বেলফাস্টে টস জিতে আফগানিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওপেনার মোহাম্মদ শাহজাদের দুরন্ত সেঞ্চুরি ও লো-অর্ডারে নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ইনিংসে সাত উইকেটে ৩০৫ রান তোলে আফগানিস্তান।

৮৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ইনিংসে ১৬টি বাউন্ডারি মারেন শাহজাদ। ওপেনিং জুটিতে মাত্র ২৫ রান যোগ করলেও দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে আফগান ইনিংসের ভিত শক্ত করেন শাহজাদ। ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯০ বলে ৬২ রান করেন শাহ। তবে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান তিনশোতে পৌঁছে দেন জাদরান।

রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ১৭৯ রানে গুটিয় যায় আয়ারল্যান্ড ইনিংস। ওপেনার পল স্টার্লিং ৫৬ বলে হাফ-সেঞ্চুরি করলেও আফগানদের চাপে রাখতে পারেননি আইরিশরা। আফগান ক্যাপ্টেন গুলবদিন নাইবের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশ ইনিংস। ৯.২ ওভারে মাত্র ৪৩ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন আফগান ক্যাপ্টেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আফগান বোলারদের মধ্যে এটি তৃতীয় সেরা পারফর্ম্যান্স। গত মাসেই গুলবদিনের হাতে নেতৃত্ব তুলে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে। তবে এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

বিশ্বকাপেও আফগানদের নেতা গুলবদিন। ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। এর আগে অবশ্য পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে রশীদ খানরা। ২৪ মে ব্রিস্টলে প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ২৭ মে লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।

(ঢাকাটাইমস/২২ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :