স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শিরোপা জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৯, ১৩:২৮

বিশ্বকাপের আগে ইতিবাচক প্রস্তুতি সারল শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা। বৃষ্টির জন্য সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

মঙ্গলবার এডিনবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩২২ রানের বড় ইনিংস গড়ে তোলে সফরকারী শ্রীলঙ্কা। টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান অনবদ্য হাফসেঞ্চুরি করেন। ওপেনিং জুটিতে ১২৩ রান তোলেন অভিশকা ফার্নান্দো ও অধিনাক দিমুথ করুণারত্নে।

ফার্নান্দো ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৭৪ রান করে আউট হন। চার বছর পর শ্রীলঙ্কার জার্সিতে ওয়ানডে খেলতে নামা করুণারত্নে ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৭৭ রান করে ক্রিজ ছাড়েন। তিন নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ৬৬ রান করে সাজঘরে ফেরেন। ৫৬ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।

রান পাননি থিসারা পেরারা (০) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (১)। থিরিমান্নে করেন ৪০ বলে ৪৪ রান। এছাড়া ডি সিলভা ৭, জীবন মেন্ডিস ১৩, উদানা ১৫ ও লাকমল ১২ রান করেন। হুইল নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন শরীফ।

বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৪ ওভারে জয়ের জন্য স্কটল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩৫ রানের। পাল্টা ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৩৩.২ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। ৩৫ রানে ম্যাচ জিতে সিরিজের দখল নেয় শ্রীলঙ্কা।

ম্যাথু ক্রস ৫৫, কোয়েৎজার ৩৪ ও মুনসি ৬১ রান করেন। ৪টি উইকেট নেন নুয়ান প্রদীপ। ২টি উইকেট লাকমলের। ম্যাচসেরা হন প্রদীপ।

(ঢাকাটাইমস/২২ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :