জয়পুরহাটে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৯, ১৪:৪৫

জয়পুরহাটে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুনিরুল ইসলাম প্রমুখ।

এবার সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি কেজি দরে মোট ২ হাজার ১৪ মেট্রিক টন ধান কেনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ চলবে। এতে অবশিষ্ট ধানের খোলাবাজার মূল্য সহনশীল থাকবে বলে আশা করছে জেলা খাদ্য বিভাগে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিকটন। আর এখন পর্যন্ত জেলায় ধানা কাটা মাড়াই হয়েছে অর্ধেকেরও কম। বর্তমানে খোলা বাজারে মণপ্রতি মোটা ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিকন ধানের দাম ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :