নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা শীর্ষক অনুষ্ঠান কাল

প্রকাশ | ২২ মে ২০১৯, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ।

বৃহস্পতিবার বিকাল তিনটায় ঢাকার জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে অনুষ্ঠানটিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের উদ্ধোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

অনুষ্ঠানে ‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ নিয়ে আলোচনার পাশাপাশি স্বরচিত কবিতাপাঠ এবং আবৃত্তি থাকবে বলে জানিয়েছেন বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি ও নির্মাতা ড. মাসুদ পথিক।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘কথাসাহিথ্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।’

ঢাকাটাইমস/২২মে/ডিএম