স্থগিত হওয়া মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন ১৮ জুন

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৯, ২০:১৯

নির্বাচনী সহিংসতায় স্থগিত হওয়া পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৮ জুন মঙ্গলবার মঠবাড়িয়া উপজেলায় ভোটগ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

২২মে নির্বাচন পরিচালনা-২এর উপসচিব মো. আতিয়ার রহমান এর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানিয়েছেন।

গত ৩১মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নির্বাচনী শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে গত ২৮মার্চ নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিতাদেশ জারি করেন।

নির্বাচনকে কেন্দ্রকরে হত্যাকাণ্ডের মতো সহিংসতা, হামলা-মামলার ঘটনায় তৎকালীন পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সালাম কবির ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ারকে প্রত্যাহার করে নেয়।

ঢাকাটাইমস/২২মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :