ঋণখেলাপির সুবিধা হাইকোর্টে স্থগিত

ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০১৯, ২১:৪৮ | প্রকাশিত : ২২ মে ২০১৯, ২১:১৫

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর হাইকোর্ট যে স্থিতাবস্থা দিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে তা ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট-সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করা হয়। এতে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সরল সুদে এক বছরের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছওে ঋণ পরিশোধের সুযোগ দেয়া হয়।

গত মঙ্গলবার ঋণখেলাপিদের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা জারি করে হাইকোর্ট। ওইদিন শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপিদের বিশেষ সবিধা দেয়ায় বাংলাদেশ ব্যাংকের কঠোর সমালোচনা করেন।

বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারির পরই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটির স্থিতাদেশ চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আদালতে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি করেই উচ্চ আদালত সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দেন।

আদালতের এই স্থিতাবস্থার ১ দিনের মাথায় বাংলাদেশ ব্যাংক থেকে বানিজ্যিক ব্যাংকগুলোকে আদালতের নির্দেশনা অনুসরনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হলো।

(ঢাকাটাইমস/২২মে/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :