বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রকাশ | ২২ মে ২০১৯, ২১:৪৫

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরসহ দুজন মারা গেছেন। গতকাল দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর  গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেতাগা ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের রকমতউল্লাহ শেখ ও একই গ্রামের দিনমজুর সুবোধ দাস।

ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন, ‘দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের রকমতউল্লাহ শেখ তার বাড়ির মরে যাওয়া সুপারি গাছ কাটতে প্রতিবেশী দিনমজুর সুবোধ দাসকে ডেকে আনে। দিনমজুর সুবোধকে নিয়ে রকমতউল্লাহ সুপারি গাছ কাটার সময়ে একটি গাছ রাস্তার উপরের বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এসময়ে তারা দুজনে ওই গাছটিকে তারের উপর থেকে টেনে নামানোর সময়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জহাদ শেখ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎস্পৃষ্টেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২২মে/এলএ)