সিলিন্ডার বিস্ফোরণে গেল এক পরিবারের চার প্রাণ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০৯:৩৮ | আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:৪২

গাজীপুর প্রতিবেদক

গাজীপুরের ইসলামপুর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহ আলম, তার স্ত্রী মনিরা বেগম, দুই সন্তান বায়েজীদ এবং ফাতেমা। তাদের বাড়ি বরিশাল। তারা ইসলামপুরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং রেনেসা অ্যাপারেল নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শাহ আলমের পরিবার ইসলামপুরে ইকবাল নামে এক ব্যক্তির টিনসেডের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে রান্না করার সময় ওই বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে কক্ষে থাকা শাহ আলম, স্ত্রী মনিরা এবং দুই সন্তান দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ব্যাপারে জিএমপির এডিসি ক্রাইম আব্দুল হানিফ জানান, ‘পুলিশ সুরতহাল শেষে মরদেহ চারটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই স্বজনরা আবেদন করলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’

ঢাকাটাইমস/২৩ মে/এএইচ