২০১৪ এর চেয়েও বেশি আসন পেতে যাচ্ছে বিজেপি

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৩:০৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের উল্লাস- বিবিসি

২০১৪ সালে মোদি ম্যাজিকে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় সময় বেলা পৌনে বারোটার সময় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাই সারা দেশে ২৯৪টি আসনে এগিয়ে আছে। ২০১৪ সালে গত নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন- যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়েও দশটি বেশি।

কোনো দল ভারতে এককভাবে গরিষ্ঠতা পাচ্ছে, সে ঘটনা তার আগের তিন দশকে ঘটেনি। কিন্তু এবারের ‘আর্লি ট্রেন্ড’ যা ইঙ্গিত দিচ্ছে তাতে বিজেপি আগেরবারের ফলকেও ছাপিয়ে যাবে।

নোটবন্দী, অর্থনীতি ও কর্মসংস্থানের বেহাল দশা, গ্রামীণ ভারত ও কৃষকদের দুর্দশা-  সব ধরনের সমালোচনাকে কার্যত উড়িয়ে দিয়েই নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি এই বিপুল জয়ের দিকে এগোচ্ছে।

ঢাকা টাইমস/২৩মে/একে