খেলোয়াড়দের ফিটনেস নিয়ে স্বস্তিতে রোডস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৯, ১৬:২৩

বহুজাতিক কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন শেষ করতে না করতেই ২০১৯ বিশ্বকাপের মহারথে অংশগ্রহণের জন্য টাইগাররা এখন ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ২৬ ও ২৭ মে যথাক্রমে পাকিস্তান ও ভারতের সাথে কার্ডিফে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়রা যাতে ইনজুরিতে আক্রান্ত না হন সেই পরামর্শ দিয়েছেন টাইগার কোচ স্টিভ রোচ। সংবাদমাধ্যমকে রোডস বলেছেন, ‘বাংলাদেশের চোটপ্রাপ্ত খেলোয়াড়রা দ্রুত সেরে উঠছেন।’

ইতোমধ্যে দলের প্রাণভোমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চোট থেকে ফিরে নেটে অনুশীলন করতে দেখা গেছে । টি-টোয়েন্টি ও টেস্টের এই অধিনায়ক ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে বিপক্ষে খেলতে গিয়ে পিঠের পেশিতে চোট পাওয়ার কারণে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি। কিন্তু রোডস জানিয়েছেন, সাকিব পিঠের পেশীর চোট থেকে দ্রুতই সেরে উঠেছেন।

রোডস সংবাদমাধ্যমকে জানান, ‘সাকিব এখন আগের থেকে সুস্থ। তিনি শারীরিক কোনো সমস্যা ছাড়াই প্রতিনিয়ত নেটে বোলিং এবং ব্যাটিং অনুশীলন করছেন। আমরা আশাবাদী এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। এটা সামন্য চোট ছিল।’

সাকিব আল হাসান আফগানিস্তানের রশীদকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবটি পুনরোদ্ধার করেছেন। স্বভাবতই বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা তাকিয়ে থাকবে এই ক্রিকেট সেনসেশনের দিকে।

মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ড সফরে ঘাড়ের ডান পাশে চোট পেয়েছিলেন। সে কারণে তিনি আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে বল করেননি । বুধবার এই ডানহাতি স্পিনারকে কিছুক্ষণ নেটে বোলিং অনুশীলন করতে দেখা গেছে। রোডস জানিয়েছেন, মাহমুদুল্লাহকে নিয়মতান্ত্রিকভাবে অনুশীলন করানো হচ্ছে। তিনি দ্রুতই সেরে উঠবেন।’

অন্যদিকে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আগুনে ফর্মে রয়েছেন। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে তিনি টানা তিন ম্যাচে ফিফটি করেছেন। এখন পর্যন্ত তাকে নেটে অনুশীলন করতে দেখা যায়নি।

কোচ জানিয়েছেন, ‘সৌম্য সরকারকে সাময়িক বিশ্রামে রাখা হয়েছে। কিছু শারীরিক পরীক্ষার পর তাকে পুরোদমে মাঠে দেখা যাবে। সে গুরুতর চোটাগ্রস্ত নয়।’

সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই। দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিশ্বকাপে ভালো কিছু করতে সাহায্য করবে।

(ঢাকাটাইমস/২৩ মে/এআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :