বাংলাদেশে তিন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৭:০৯ | আপডেট: ২৪ মে ২০১৯, ১৬:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের পর আবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। বাংলাদেশের তিনটি চ্যানেল এবারের বিশ্বকাপ সম্প্রচার করবে। চ্যানেল তিনটি হলো বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি।

এবারের প্রতিযোগিতায় ১০টি দল অংশগ্রহণ করবে। এবারের বিশ্বকাপে কোনো গ্রুপ নেই। শুরুতে লিগ পর্বে দশটি দলই একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগ পর্বে প্রত্যেক দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বেশিরভাগ দিনই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অল্প কয়েকদিন দুইটি ম্যাচ রয়েছে। এবারের বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৩ মে/এআই/এসইউএল)