সাতজন খেলোয়াড় নিয়ে ব্রাজিলের ক্যাম্প শুরু

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৭:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দলের বেশিরভাগ খেলোয়াড় অনুপস্থিত থাকলেও স্বাগতিক ব্রাজিল তাদের অনুশীলন সেন্টারে কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করেছে। রিওডি জেনিরোর কাছাকাছি গ্রানজা কোমারি ফুটবল কমপ্লেক্সে কোচ তিতের অধীনে অনুশীলনে মাত্র সাতজন অংশ নিয়েছেন। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার তার পিএসজি সতীর্থ ড্যানিয়েল আলভেস, থিয়াগো সিলভা ও মারকুইনহোসকে নিয়ে আগামী ২৮ মে যোগ দিবেন। কাঙ্ক্ষিত

বুধবার প্রথম খেলোয়াড় হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন এভারটনের উইঙ্গার রিচারলিসন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে রিচারলিসন বলেছেন, ‘এখানে জাতীয় দলের সাথে যোগ দিতে পেরে আমি দারুন খুশি। এই মুহূর্তটির জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। সে কারণেই হয়তো একটু আগেভাগেই আমি অনুশীলনে যোগ দিলাম।’

রিচারলিসনের সাথে ক্যাম্পে আরো যোগ দিয়েছেন আয়াক্সের ২২ বছর বয়সী স্ট্রাইকার ডেভিড নেরেস। ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস ও ক্যাসেমিরোরও ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে। আগামীকাল আসবেন এডারসন ও ফিলিপ লুইস। আগামী ১ জুন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে সর্বশেষ যোগ দিবেন এ্যালিসন ও রবার্তো ফিরমিনো।

আটবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরুর মুখোমুখি হবে। এর আগে অবশ্য প্রস্তুতির অংশ হিসেবে কাতার ও হন্ডরুাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)